৩ জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে আরও দুদিন

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

দেশের শেরপুর, ময়মনসিংহ ও জামালপুর জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ অবস্থা স্থিতিশীল থাকতে পারে আরও ২ দিন।

রোববার (৬ অক্টোবর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে।.
এতে বলা হয়েছে, আগামী ৩ দিন ময়মনসিংহ বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতিভারী বৃষ্টির (>৮৮ মি.মি/২৪ ঘণ্টা) প্রবণতা কম রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত ভুগাই নদীর পানি প্রবাহ ধীর গতিতে হ্রাস পেতে পারে এবং শেরপুর ও ময়মনসিংহ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
অন্যদিকে, জামালপুর জেলার জিঞ্জিরাম নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।
অপরদিকে, আগামী ২৪ ঘন্টায় নেত্রকোনা জেলার কংস নদ ও সোমেশ্বরী নদীর পানির বিপৎসীমা অতিক্রম করে সংশ্লিষ্ট কতিপয় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এতে আরও বলা হয়েছে, ময়মনসিংহ বিভাগের কংস, জিঞ্জিরাম, সোমেশ্বরী ও পুরোনো ব্রহ্মপুত্রসহ নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। তবে ভুগাই নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। বর্তমানে শেরপুর জেলার ভুগাই নদী, নাকুয়াগাঁও এবং জামালপুর জেলার জিঞ্জিরাম নদী গোয়ালকান্দা পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেটে নদ-নদীর পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেটে যাদুকাটা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং সুনামগঞ্জ জেলার সংশ্লিষ্ট কতিপয় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পরবর্তী সময় ২ দিনে যাদুকাটা নদীর পানি প্রবাহ হ্রাস পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।