‘৩ লাখ টাকার মধ্যে ৮০ হাজার খরচ, বাকি টাকার হিসাব নাই’

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৪

ক্রীয়া ডেস্ক:

‘নগর পুড়িলে দেবালয় কি এড়ায়’। বাংলাদেশে বিভিন্ন স্তরে হওয়া দুর্নীতির ছায়া নেমে এসেছিল ক্রিকেটাঙ্গনেও। তার মধ্যে একটি ঘটনা নিয়ে মুখ খুলেছেন ক্রিকেটার নুরুল হাসান সোহান।
জার্সি তৈরিতে দুর্নীতি নিয়ে জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘সবশেষ যখন প্রথম শ্রেণির ক্রিকেট আমরা যখন খেলেছি তখন বিসিবির পক্ষ থেকে একটা বরাদ্দ থাকে। জার্সি বানানোর জন্য দেওয়া হয় ৩ লাখ টাকার মতো। এটা আমি নিজের চোখে দেখেছি, যেহেতু ক্যাপ্টেন ছিলাম। আমাদের জার্সি বানানো হয়েছে ৮০ হাজার টাকা দিয়ে। ৩০ জন খেলোয়াড়ের জন্য বানানো সেই জার্সি, যেটা পরার মতো ছিল না। এটার দায়িত্বে ছিলেন (বিভাগীয় দলের) সেক্রেটারি। গেল ১৪-১৫ বছর ধরে কে ছিল আপনারা জানেন। প্রথম শ্রেণির ক্রিকেটেই যদি এমন হয়, তিন লাখ টাকার মধ্যে ৮০ হাজার খরচ, বাকি টাকার হিসাব নাই। পরে আমরা খেলোয়াড়েরা নিজেদের টাকা দিয়ে জার্সি বানিয়েছি।’
এ দিকে দুর্নীতির পাশাপাশি রাজনীতি নিয়েও কথা বলেছেন সোহান। তার মতে, ‘রাজনীতি একটা বড় জায়গা। রাজনীতির জায়গা থেকে মাঠে এসে নিজেকে নিংড়ে দেওয়ার কাজটা আমার কাছে সহজ মনে হয় না। কারও যদি এটা করতে হয় তাহলে তিনি খেলা থেকে অবসর নিয়ে রাজনীতি করুক, এটাই করা উচিত বলে মনে করি। খেলা চলাকালীন অবস্থায় কিছু প্রটোকল অবশ্যই থাকা উচিত।’

এছাড়া ক্রিকেটাঙ্গনকে যারা ব্যবসার কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন তাদের উদ্দেশ্যে বলেন, ‘কিছু মানুষকে নিয়ে আমার প্রশ্ন আছে। অবশ্যই বিসিবিতে অনেক ভালো মানুষ আছে, স্পোর্টসে ভালো মানুষ আছে। এমন মানুষ আসা উচিত নয়, যারা খেলাকে নিয়ে ব্যবসা করতে চায়, ব্যক্তিগত লক্ষ্য নিয়ে আসে। এখান থেকে রুটিরুজি বের করে সংসার চালাতে হবে, এমন কেউ সংগঠক হিসেবে যেন না আসে। আমরা ক্রিকেটার, খেলাধুলা করে টাকাপয়সা পাই। আলহামদুলিল্লাহ, আজ আমার গাড়িবাড়ি সব ক্রিকেটের মাধ্যমে হয়েছে। কিন্তু সংগঠকেরা যারা আসবে, তাদের প্রতিষ্ঠিত হয়ে আসা উচিত, ক্রিকেটের ভালোর জন্য আসা উচিত। এখান থেকে বাড়ি-গাড়ি করার কিছু নেই।’