৩ সহোদরকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪

কুমিল্লা প্রতিনিধি:

নাঙ্গলকোটের বান্নাঘর গ্রামের নয়ন, নাজমুল ও ফখরুলকে কুপিয়ে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার বিকেলে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গত ২৯ অক্টোবর দুপুরে মক্রবপুর ইউনিয়নের বান্নাঘর গ্রামে আব্দুর রহিমের দোকানের সামনে সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ নয়ন, নাজমুল ও ফখরুলকে কুপিয়ে জখম করা হয়। একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রবিউল হোসেন, তাঁর ছেলে কামরুল ও জামাল হোসেন এই হামলা করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ৭ জনকে আসামি করে নাঙ্গলকোট থানায় মামলা করেন সিরাজুল ইসলাম। আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেপ্তার না করায় গতকাল রোববার মানববন্ধন করেন এলাকাবাসী। নাঙ্গলকোট বাজারের
বটতলা, নাঙ্গলকোট থানা গেট ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।