৪৬ চার ও ১২ ছক্কায় ৪২৮ রানে ইতিহাস যশবর্ধনের

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

হরিয়ানার ওপেনার যশবর্ধন দালাল ইতিহাস সৃষ্টি করেছেন। অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফিতে গতকাল মুম্বাইয়ের বিপক্ষে ৪২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন যশবর্ধন। এই ইনিংস খেলতে তিনি ৪৬টি চার ও ১২টি ছক্কা হাঁকিয়েছেন। টুর্নামেন্টের ৫১ বছরের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ডও গড়েছেন তিনি।

যশবর্ধনের ৪৬৫ বলে ৪২৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৭৪২ রানের পাহাড়ে উঠে হরিয়ানা। ৮ উইকেটে এই রান তোলার পর ইনিংস ডিক্লেয়ার করেন হরিয়ানার
যশবর্ধন এবারই প্রথম নন, এর আগে অনূর্ধ্ব–১৬ লিগে খেলার সময়ও বড় ইনিংস খেলে আলোড়ন তুলেছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে হরিয়ানা ক্রিকেট একাডেমির হয়ে খেলেছিলেন ২৩৭ রানের ইনিংস, যে ম্যাচে তার দল জিতেছিল ৩৬৮ রানের বড় ব্যবধানে।