৫ আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো দখল করেছে একটি রাজনৈতিক দল

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৫ আগস্টের আগে ব্যাংক লুট করেন আওয়ামী লীগের দোসরা আর ৫ আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো দখল করে নিয়েছে একটি রাজনৈতিক দল।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে তাদের দোসর এস আলম ব্যাংক লুট করেছে। আর এখন এস আলমের উত্তরসূরি হয়ে ইসলামী ব্যাংক গ্রাস করে নিয়েছে একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে কীভাবে এবং বলছেন- এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে দেখতে চায় না। কাকে উদ্দেশ্য করে বলছেন, সেটা কি আমরা বুঝাতে পারি না?

রোববার (২৯ ডিসেম্বর) শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। রিকশা, ভ্যান ও অটো চালক দলের উদ্যোগ শ্রদ্ধা জানানো হয়।
রিজভী বলেন, ৫ আগস্টের পরে একটি রাজনৈতিক কীভাবে ইসলামি ব্যাংকগুলো দখল করে নিয়েছে আমরা কি দেখিনি? এটা দেশের জনগণও দেখেছে। আর আজকে বড়-বড় কথা বলেন, কলঙ্ক লেপন করেন বিএনপির নামে। পাড়া-মহল্লা দখলবাজি, টেন্ডারবাজিতে কি আপনাদের লোকজন জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে সব অকর্মের সঙ্গে আপনার জড়িত। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর ৫ আগস্ট আপনাদের ব্যাংক আত্মসাৎ জনগণ দেখেছে।তিনি বলেন, শেখ হাসিনার আমলে হেলমেট লীগ, চাপাতি লীগ, বন্দুক লীগ দেখেছি। আবার জনগণ এটাও জানে খুর লীগ ও পায়ের রগকাটা পার্টি। এরা কারা জনগণ জানে না? কারা পায়ের রগ কাটে জনগণ তাদেরকে চেনে। খুব ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। আপনাদের ১৯৭১ সালের অর্জন কি? আপনার ৭১ সালে বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এই গৌরব বিএনপির। ৯০ সালের গৌরব বিএনপি। সেদিনও আপনারা শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে এরশাদের নির্বাচন গিয়েছেন।

রিজভী আরও বলেন, আপনার তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফেকি করা? ইসলাম মানে হচ্ছে অঙ্গীকার রক্ষা করা। বিএনপির সেই ঐতিহ্য আছে, বিএনপির যে অঙ্গীকার করে সেখান থেকে পশ্চাৎপদ অনুসরণ করে না।

জামায়াতের আমিরের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, ৫ আগস্টে পরে আপনার বললেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চান। আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন। আপনাদের নেতা মাওলানা সাঈদীর পক্ষে সাক্ষাৎ দেওয়ার কারণে সুখরঞ্জনকে শেখ হাসিনার গোয়েন্দা বাহিনী তুলে নিয়ে নির্যাতন করেছে। এই সুখরঞ্জন যে ন্যায়, নীতির শিক্ষা দিয়েছে, আমি ওই রাজনৈতিক দলকে বলব তার কাছ থেকে শিখুন ন্যায়-নীতি। আর শেখ হাসিনার প্রতিটি গুম-খুনের দোসর হচ্ছে ভারত।

এ সম আরও উপস্থিত ছিলেন— বিএনপি চেয়াপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, সংগঠনের নেতা আরিফুর রহমান তুষার প্রমুখ।