ক্রীড়া ডেস্ক:
কোপা দেল রের রোমাঞ্চকর এক ম্যাচে লেগানেসকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতের কোয়ার্টার-ফাইনালে জয় নিশ্চিত করেন ২০ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড গার্সিয়া, যিনি শেষ মুহূর্তে গোলটি করেন।
লেগানেসের মাঠে শুরু থেকেই চাপে ছিল রিয়াল। মাত্র আট মিনিটেই স্বাগতিকরা রিয়ালের পোস্টে চারটি শট নেয়। তবে ১৮ মিনিটে রদ্রিগোর বাড়ানো পাস থেকে লুকা মদ্রিচের দারুণ শটে এগিয়ে যায় অতিথিরা। ৩৯ বছর বয়সী এই ক্রোয়াট মিডফিল্ডার চলতি আসরের তিন ম্যাচে করেছেন দুই গোল।
২৫ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। সতীর্থের পাস পেয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে লক্ষ্যভেদ করেন তিনি। টানা তিন ম্যাচে এটি তার তৃতীয় গোল। ৩৯ মিনিটে সফল স্পট-কিকে লেগানেসের হয়ে ব্যবধান কমান হুয়ান ক্রুস। এরপর ৫৯ মিনিটে তার দ্বিতীয় গোলেই সমতায় ফেরে স্বাগতিকরা। লেগানেসের আক্রমণের সামনে রিয়াল গোলরক্ষক লুনিন তখন পুরোপুরি অসহায়।
সমতা ফেরার পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। একের পর এক আক্রমণ চালালেও ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না দলটি। তবে ৮২ মিনিটে বদলি হিসেবে নামা গার্সিয়া ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন। ব্রাহিম দিয়াজের ক্রসে ছয় গজ বক্সে দুর্দান্ত হেডে বল জালে জড়ান তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড। গার্সিয়ার সেই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল এবং কোপা দেল রের সেমিফাইনালে জায়গা করে নেয় রিয়াল মাদ্রিদ।