মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রায় ৬১ ঘণ্টা পর মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে ওই নৌপথে ফেরি চলাচল সচল করা হয়।
এ সময় যানবাহন নিয়ে আরিচার ২ নম্বর ঘাট থেকে কাজিরহাট প্রান্তের উদ্দেশে ছেড়ে যায় ধানসিঁড়ি নামের একটি ফেরি।
ফেরি চলাচল শুরু হলেও ঘাট এলাকায় পণ্যবাহী গাড়ির চাপ কমেনি। আজ বেলা দুইটা পর্যন্ত আরিচা ঘাট এলাকায় অর্ধশতাধিক পণ্যবাহী গাড়ি নদী পারাপারের অপেক্ষায় দেখা যায়।
নাব্যতা-সংকটের কারণে নৌপথটিতে দুর্ঘটনা এড়াতে গত শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দুই দশক পর ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল চালু হয়। প্রায় ১৪ কিলোমিটার এ নৌপথের আরিচা ঘাটের অদূরে যমুনা নদীতে নৌ চ্যানেলে প্রায় এক মাস ধরে নাব্যতা-সংকট চলছে। কয়েকটি ডুবোচরের কারণে মাঝেমধ্যেই যানবাহন নিয়ে ফেরি আটকে যাচ্ছিল। তাই দুর্ঘটনা এড়াতে গত শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, যানবাহন নিয়ে ফেরিগুলোকে স্বাভাবিকভাবে চলাচল করতে নদীতে অন্তত ৮ ফুট পানির গভীরতা প্রয়োজন। উজান থেকে পলি পড়ে নৌপথের নাব্যতা-সংকট দেখা দেয়। এ কারণে ডুবোচরে ফেরি আটকে যাওয়ার আশঙ্কায় শুক্রবার রাত ১১টার দিকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়। নৌপথের চ্যানেলটি স্বাভাবিক রাখতে বিআইডব্লিউটিএর আটটি খননযন্ত্র দিয়ে পলি অপসারণের কাজ করা হয়েছে।