৬ বছর পর টি-টোয়েন্টি সিরিজ জয়, কী বলছেন অধিনায়ক লিটন
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ক্রীড়া ডেস্ক:
সবশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। ৬ বছর পর আবারও সিরিজ জিতল টিম টাইগার্স।আজ (বুধবার) সেন্ট ভিনসেন্টে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে লিটন দাসরা। লো স্কোরিং ম্যাচটির চিত্রপটই পাল্টে দিয়েছিলেন শামীম হোসেন। ১৭ বলে ৩৫ রান করেন টাইগার এই ব্যাটার।
ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাসও প্রশংসা করলেন শামীম পাটোয়ারীর। এমনকি এমন জয়ের পর পুরো বাংলাদেশের মানুষ খুশি বলেও দাবি করলেন টাইগার এই অধিনায়ক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক লিটন বলেন, ‘আমি খুব খুশি। শুধু আমি না, পুরো বাংলাদেশের মানুষই খুশি। আমরা এমন জয়ের দিকে তাকিয়ে ছিলাম। আমি যখন প্রথম বল খেলি, খুব কঠিন ছিল ব্যাট করা। শামীমকে ধন্যবাদ, সে খুব ভালো ব্যাট করেছে।’
ম্যাচশেষে দলের বাকি সদস্যদের কৃতিত্ব দিতেও ভুলেননি অধিনায়ক লিটন, ‘বোলারদের কৃতিত্ব দিতেই হয়। যখন আমরা উইকেট নিয়েছি, যেই বোলিংয়ে এসেছে উইকেট এনে দিয়েছে। এটা আসলে দলীয় প্রচেষ্টার ব্যাপার ছিল। আমরা একটা ভালো ফ্লোতে ছিলাম ওই মুহূর্তে। আমাদের এসে ভালো ক্রিকেট খেলতে হবে আবারও।