৭৭তম কান উৎসবে বিচারকদের সভাপতি ‘বার্বি’ নির্মাতা: গ্রেটা গারউইগ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ডেস্ক রিপোর্টঃ
বার্বি পুতুল অবলম্বনে নির্মিত সিনেমা ‘বার্বি’র জয়ধ্বনি যেন থামছেই না। গোটা দুনিয়ার দর্শক জয় করে ছবিটি এখনও তুমুল লড়াই করছে বিশ্বখ্যাত পদক প্রাপ্তির লক্ষ্যে। দুদিন আগেই ৮১তম গোল্ডেন গ্লোবস আসরে সর্বোচ্চ ৯টি বিভাগে মনোনীত হয়েছে এই সিনেমা। হলিউডের এই সুখবরের সঙ্গে ‘বার্বি’ নির্মাতা গ্রেটা গারউইগ পেলেন দক্ষিণ ফরাসি কান সৈকত থেকে নতুন বার্তা।
৭৭তম কান চলচ্চিত্র উৎসবে বিচারকদের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন গ্রেটা গারউইগ। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উৎসব কর্তৃপক্ষ মেইলবার্তায় এই সিদ্ধান্তটি নিশ্চিত করে। এবারের উৎসব অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ১৪ থেকে ২৫ মে পর্যন্ত কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনে। বিচারকদের সভাপতি নির্বাচিত হওয়ায় দারুণ প্রতিক্রিয়া দিয়েছেন গ্রেটা গারউইগ। বলেন, ‘আমি এই দায়িত্ব পেয়ে স্তম্ভিত ও রোমাঞ্চিত।’ নির্মাতা আরও বলেন, ‘আমি সিনেমা ভালোবাসি, সিনেমার সঙ্গে থাকতে ও কথা বলতে পছন্দ করি। কান এমন একটি উৎসব যেটাকে বিশ্বচলচ্চিত্রের অন্যতম স্থান বলে মনে হয়। এখন অপেক্ষা, সামনে আমাদের জন্য কেমন সিনেমা অপেক্ষা করছে। অন্ধকার হলরুমে বসে একেবারে নতুন নতুন সব সিনেমা দেখার জন্য অধীর হয়ে আছি আমি।’ মাত্র ১৫ বছরের ক্যারিয়ার গ্রেটা গারউইগের। এরমধ্যে তিনি হলিউড হয়ে বিশ্বব্যাপী নিজের পরিচিতি গড়ে তুলেছেন। অভিনয় দিয়ে শুরু করলেও মূলত তিনি একজন নাট্যকার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। অথচ হয়ে গেলেন বিশ্বখ্যাত নির্মাতা। তার প্রথম একক কাজ ‘লেডি বার্ড’ (২০১৭)। ছবিটি সেরা পরিচালক সহ ৫টি একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। গ্রেটা গারউইগ প্রথম আমেরিকান নারী পরিচালক, যিনি মাত্র ৪০ বছর বয়সে ফেস্টিভ্যাল ডি কান-এ বিচারকদের প্রধান হিসেবে নির্বাচিত হলেন। যা তার অর্জিত পুরস্কারের তালিকায় আরেকটি পালক যুক্ত করলো। কান উৎসবের প্রেসিডেন্ট আইরিস নোব্লোচ বলেন, ‘কান প্রতিবছরই এমন একজন মানুষকে এই পদের জন্য বাছাই করে, যিনি মূলত চলমান সময়ে সিনেমার অগ্রদূতের ভূমিকা পালন করেন। গ্রেটা গারউইগ তেমনই একজন, যিনি সিনেমার মাধ্যমে বুদ্ধিমত্তা ও মানবিক মূল্যবোধের গল্প ছড়িয়ে যাচ্ছেন বিশ্বজুড়ে।’ ৭৬তম আসরে প্রতিযোগিতা বিভাগে বিচারকদের নেতৃত্ব দিয়েছিলেন সুইডিশ পরিচালক রুবেন অস্টলুন্ড।