মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে হামিদ খাঁ ও মিতা বেগমের ঘরে জন্ম নেওয়া জোড়া লাগানো সেই শিশু মারা গেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা থেকে শিশু দুটিকে নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার পথে শিশু দু’টি মারা যায়। এর আগে গত শুক্রবার মাগুরার শ্রীপুর উপজেলায় চার হাত, তিন পা নিয়ে জোড়া লাগা ওই দুই শিশুর জন্ম হয়।
শিশু দু’টির পারিবারিক সূত্রে জানা গেছে, শ্রীপুরে নিজ বাড়িতে প্রসূতির মাধ্যমে শিশু দুটির জন্ম হয়। পরে চিকিৎসার জন্য প্রসূতিসহ দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাদের পাঠানো হয় মাগুরায়। পরে মাগুরা থেকে দুই শিশুকে রেফার্ড করা হয় ফরিদপুর শিশু হাসপাতালে। ফরিদপুরেও মিলেনি পর্যাপ্ত চিকিৎসা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিশু দু’টিকে ঢাকায় হস্তান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। সবশেষ ঢাকার একটি হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা। তবে টাকার অভাবে চিকিৎসা না করিয়ে শুক্রবার বাড়ি ফিরে যাচ্ছিল পরিবারটি। ফেরার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে দুই শিশু।
শিশুটির বাবা হামিদ খাঁ বলেন, জোড়া লাগানো পুত্র শিশু জন্মের পর প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নিয়ে যাই। পরে মাগুরা শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাই। তিনি ফরিদপুর শিশু হাসপাতালে যেতে বলেন। ফরিদপুর থেকে আমাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার ঢাকা শ্যামলী শিশু হাসপাতালে নেওয়ার পর ডাক্তার দেখাই। ডাক্তাররা হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিলেও অর্থের অভাবে শুক্রবার সকালে বাড়ি রওনা হই। পথে শিশু দুটি মারা যায়।