৯৯৯ এ ফোন: ১৫ দিন পর সমুদ্র থেকে ২১ জেলে উদ্ধার

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ২১ জেলেকে ১৫ দিন পর জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী।
মঙ্গলবার (৩১ মে) দুপুরের দিকে কক্সবাজার উপকূল হতে দক্ষিণ পূর্ব দিকের সমুদ্র হতে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তা লে. কমান্ডার মাজিদ। উদ্ধার জেলেরা ভোলা জেলার মনপুরা এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বুধবার বিকালে কক্সবাজার বিআইডাব্লিউ ঘাট এলাকায় কোস্ট গার্ড কর্মকর্তা লে. কমান্ডার মাজিদ এক ব্রিফিংয়ে জানান, গত ১৬ মে ভোলার মনপুরা থেকে ২১ জেলে এমভি জুনায়েদ নামে একটি ফিশিং ট্রলার করে সাগরে মাছ ধরতে যান। কিন্তু সাগরে গিয়ে ওই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর উদ্দেশ্যহীনভাবে ট্রলারটি ভাসতে থাকে। এ সময় তারা মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে যায়। প্রায় ১৫ দিন পর ভাসতে ভাসতে ৩০ মে বিকালে তারা হঠাৎ মোবাইলে সিগনাল পায়। তখনই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে তাদের দুরাবস্থার বিষয়ে জানায়।

তিনি আরও জানান, কল করতে পারলেও তারা সাগরের কোনো পয়েন্টে অবস্থান করছে তা বলতে পারেনি। জিপিআরএস সিস্টেম চালু না থাকায় তাদের অবস্থান সহজে পাওয়া যাচ্ছিল না। এরপরও প্রযুক্তির মাধ্যমে প্রচেষ্টা চালিয়েছে গভীর সমুদ্রের দক্ষিণ পূর্বাংশে নৌবাহিনী, কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ ‌‘সবুজ বাংলা’ নিয়ে সমুদ্রে উদ্ধার অভিযান চালায়।
একপর্যায়ে বুধবার (৩১ মে) বেলা ১২টার দিকে মাছ ধরার ট্রলারটি ২১ জন জেলেসহ গভীর সমুদ্রে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

কোস্টগার্ড কর্মকর্তা মাজিদ আরও বলেন, উদ্ধারের পর পরই জেলেদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। এরপরই কোস্টগার্ড জাহাজ সবুজ বাংলা নিয়ে জেলেসহ বোটটিকে কক্সবাজার উপকূলে ফিরিয়ে আনা হয়। উদ্ধারকৃত জেলেরা সকলেই ভোলা জেলার মনপুরা থানার বাসিন্দা। মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে জেলেসহ ট্রলারটি হস্তান্তর করার উদ্যোগ চলছে বলে উল্লেখ করেন তিনি।