লক্ষ্মীপুর প্রতিনিধি:
রামগঞ্জে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন, শীতার্তদের মধ্যে কম্বল ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচটিসি ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ পাঠাগার খেলাঘরের উদ্বোধন উপলক্ষ্যে এসব বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।
সোমবার বিকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা গাউছিয়া মার্কেটে পাঠাগার ও খেলাঘরের উদ্বোধন করা হয়। পরে পাঠাগারসংলগ্ন পূর্ব আথাকরা বায়তুল মামুর জামে মসজিদ মাঠে ছয়টি সেলাই মেশিন ও ২ শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এসএইচটিসি ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক রেদোয়ান হোসাইন ফয়সালের সভাপতিত্বে এবং রাশেদুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহম্মদ, আথাকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুল হক, আথাকরা আহমদিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মালেক, রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মো. ফারুক হোসেন, বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন রেজিনা মো. মিজানুর রহমান ও ‘বাঁধন’ রামগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি মাসুম বিল্লাহ।