
সিলেট প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবির ওপর হামলা করে গরু ছিনিয়ে নিয়েছে চোরাকারবারীরা। হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। এরা হলেন- লেন্সনায়েক হারুনুর রশিদ ও জামশেদ হোসেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার টিপরাখলা সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, রাজবাড়ী বিওপির সদস্যরা সীমান্তের ১২৮৭-৮৮ মেইন পিলারের মধ্যবর্তী এলাকায় টহল দিচ্ছিলেন। ওই সময় সীমান্ত দিয়ে চোরাকারবারীরা ভারতীয় কয়েকটি গরু নিয়ে আসছিল। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে তাদের ওপর হামলায় চালায় চোরাকারবারীরা। বিজিবি একটি গরু ধরে রাখলেও অন্যগুলো নিয়ে পালিয়ে যায়।
জৈন্তাপুর বিওপি’র ক্যাম্প কমান্ডার জানিয়েছেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।