আইপিএলে আবারও ফিক্সিংয়ের ছায়া, যার বিষয়ে সতর্ক করল বিসিসিআই
আইপিএলে আবারও ফিক্সিংয়ের ছায়া। ইতোমধ্যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিকে সতর্ক করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। জানা যাচ্ছে, হায়দরাবাদের এক ব্যবসায়ী আইপিএলের সঙ্গে যুক্তদের গড়াপেটার ফাঁদে ফেলার চেষ্টা চালাচ্ছেন। যাতে টুর্নামেন্টটি ফের কলঙ্কিত না হয়, তাই আগেভাগেই সতর্কতা নিচ্ছে দেশটির বোএকটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা সংস্থা বা এসিএসইউ হায়দরাবাদের এক ব্যবসায়ীকে নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। যার সঙ্গে বুকিদের প্রত্যক্ষ যোগাযোগ আছে বলে জানা যাচ্ছে।
আবার ওই ব্যবসায়ীকে সম্প্রতি দেখা যাচ্ছে আইপিএলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে। যে কারণে এসিএসইউ থেকে সব দলের কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এই ব্যবসায়ীর গতিবিধি সম্পর্কে সাবধান থাকতে। দলের কারও সঙ্গে যেন এই ব্যক্তি যোগাযোগ না করতে পারে, সেটাও বলা হচ্ছে। আর যদি কোনো সন্দেহজনক আচরণ নজরে পড়ে, তাহলে দ্রুত বিষয়টি বোর্ডকে জানাতে।
শুধু প্লেয়ার নয়, সাবধান করা হচ্ছে কোচ, সাপোর্ট স্টাফ এমনকী ধারাভাষ্যকারদেরও। আকর্ষণীয় উপহার কিংবা গহনা দিয়ে ফাঁদে ফেলতে পারেন এই ব্যবসায়ী। জানা যাচ্ছে, দলগুলো যে হোটেলে থাকছে, সেখানে প্রায়ই এই ব্যক্তিকে দেখা যাচ্ছে। কখনও-বা শুধু ভক্ত সেজে প্লেয়ারদের সঙ্গে মেশার চেষ্টাও করছেন। ওই ওয়েবসাইটের খবর অনুযায়ী, বিদেশি ক্রিকেটারদের পরিবারের সঙ্গে সোশাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছেন এই ব্যক্তি। যে কারণে আরও বাড়তি সতর্কতা নিতে চাইছে এসিএসইউ।
উল্লেখ্য, এর আগেও ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে আইপিএলে। ২০১৩ সালে স্পট ফিক্সিং ও গড়াপেটার ঘটনা প্রকাশ্যে এসেছিল। দুই বছরের নিষেধাজ্ঞায় পড়তে হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে। অভিযুক্ত ছিলেন শ্রীসন্থসহ মোট তিনজন।