
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার জারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে।
নিহত আব্দুল হাই উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের শেখ বাড়ির আব্দুল ছত্তার মিয়ার ছেলে। তিনি জারুলিয়া বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের শেখ বাড়ির আব্দুল ছত্তার মিয়ার ছেলে জারুলিয়া বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল হাইয়ের (৬০) সঙ্গে আহম্মদাবাদ ইউনিয়নের গেরারুক গ্রামের মোতাব্বির ও কাপ্তান গংদের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে দুই ইউনিয়নের সীমান্ত জারুলিয়া গ্রামে একটি গাছ কাটা নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে মোতাব্বির ও তার সহযোগিতায় আব্দুল হাইকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই মোতাব্বির গংরা পালিয়ে যায়।
ওসি নুর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- জমিজমা নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।