
বিনোদন ডেস্ক:
ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী মিশা সওদাগর, অপু বিশ্বাসদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
খল চরিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী মিশা সওদাগরের স্ত্রী ও সন্তানেরা এখন বছরের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রের ডালাসে থাকেন। কাজের ফাঁকে মিশাও ছুটে যান তাঁদের কাছে। এদিকে দেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে মিশা অভিনীত ‘বরবাদ’। এ সময়টায় দেশে নেই এই অভিনয়শিল্পী। ফেসবুকে এই স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘কথা যতক্ষণ মুখের ভেতরে থাকবে, সে আপনার গোলাম। আর আপনি যখন কথা বলে ফেললেন, তখন আপনি কথার গোলাম। সাবধানে কথা বলি।’
নতুন কোনো ছবিতে অভিনয়ের খবরে নেই অপু বিশ্বাস। তবে দেশ–বিদেশের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর। ফেসবুকেও সরব থাকেন এই নায়িকা। এই স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘মাথা থেকে পা পর্যন্ত সৌন্দর্য ধরে রাখো।’
‘ইনসাফ’ নামের নতুন ছবির শুটিং শুরু করেছেন পরিচালক সঞ্জয় সমাদ্দার। এই ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ। পরিচালক এরই মধ্যে শরীফুল রাজের চরিত্র সম্পর্কে ধারণা দিতে একটি লুক প্রকাশ করেছেন। নিজের ফেসবুকে সেই লুক পোস্ট করে লিখেছেন, ‘ইনসাফ শুধু একটি শব্দ নয়! এটি একটি জীবনবোধ!’
পরিচালক কাজল আরেফিন কমেডি ধাঁচের নাটক ও ওয়েব ফিল্ম বানিয়ে বেশ পরিচিতি পেয়েছেন। তাঁর পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ বেশ জনপ্রিয় একটি কনটেন্ট। এই পরিচালক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখলেন, ‘যখন কোনো দৃশ্য দেখে আমি মজা পাই, তখন আমার দর্শকও মজা পায়।’
চিত্রনায়ক কায়েস আরজু অনেক দিন ধরে নতুন কোনো ছবিতে অভিনয়ে নেই। তবে ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেন। এই চিত্রনায়ক নিজের স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘টাকা আর সম্মান দুটো এক নয়। টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায়! কিন্তু সম্মান অর্জন করে নিতে হয়—কর্ম, ব্যবহার এবং চরিত্রের মাধ্যমে।’