শ্রীপুরে অটোরিকশায় আগুন, চালকসহ যাত্রীরা আহত
জেলা প্রতিনিধি । গাজীপুর । প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০৫ নভেম্বর ২০২৩
শ্রীপুরে অটোরিকশায় আগুন, চালকসহ যাত্রীরা আহত
গাজীপুরের শ্রীপুরে একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তাদের ছোড়া ইটে অটোরিকশাচালকসহ যাত্রীরা আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী দ্বিতীয় দফায় ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচী চলাকালে আজ রোববার (৫ নভেম্বর) রাত ৮টার পর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার মাওনা সিএনজি পাম্পের সামনে আগুন লাগার এ ঘটনা ঘটে।
অটোচালক আব্দুল ছালাম জানান, মাওনা চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে জৈনাবাজার এলাকায় যাচ্ছিলেন তিনি। এ সময় কয়েকজন যুবক চলন্ত অটোরিকশার সামনে এসে দাঁড়ান এবং সিএনজিকে উদ্দেশ্যে ইট ছুড়তে থাকেন। অটোরিকশা থামানো মাত্রই গাড়িতে পেট্টল ঢেলে আগুন ধরিয়ে দেন তারা। দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে ছালামসহ যাত্রীরা আহত হন। তবে তারা আগুন ধরানোর আগেই অটোরিকশা থেকে নেমে যান।
মাওনা হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক আনোয়ার হোসেন নিউজ পোস্টকে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। কারা আগুন দিয়েছে তা নিশ্চিত করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।