অবরোধ শুরুর আগেই রাজধানীর মিরপুরে ৪ বাসে আগুন

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩

এসএম দেলোয়ার হোসেন:

বিএনপি-জামায়াত ও এলডিপিসহ সমমনা দলগুলোর পঞ্চম দফায় ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচী শুরুর আগেই মাত্র ৩ ঘন্টার ব্যবধানে রাজধানীর মিরপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুটি বাসসহ ৪টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় নিউজ পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর মিরপুর বেড়িবাঁধের দ্বীপনগর এলাকায় শুকতারা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১১টা ৩ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত ১১টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের আনে।

তালহা বিন জসিম বলেন, এর আগে রাত ৯টা ২৮ মিনিটের দিকে মিরপুর-১০ নম্বর গোলচক্কর এলাকায় বিআরটিসির যাত্রীবাহী দোতলা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট গিয়ে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

তিনি আরও বলেন,  এ ঘটনার আগে আজ রাত ৮টা ২০ মিনিটের দিকে মিরপুর-১ বেড়িবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পার্কিং করা পাশাপাশি দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৮টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন , মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই বাসে আগুন লাগার খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। পরে আরও এক ইউনিটসহ দুই ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। তবে পৃথক এসব ঘটনায় বাসগুলোর ব্যাপক ক্ষতিসাধন হলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, একদফা দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় পঞ্চম দফায় আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে আগামী শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সারাদেশে সড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচী ডেকেছে বিএনপিসহ সমমনা ৩৬টি রাজনৈতিক দল। বিএনপির সঙ্গে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও।