সিলেটে উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩

সিলেট প্রতিনিধি:
সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আজ বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ের স্টেশনের মাস্টার নুরুল ইসলাম।

তিনি বলেন, আজ বুধবার (২২ নভেম্বর) রাত ৯টা ২৫ মিনিটের দিকে সিলেট রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়েছিলো উপবন এক্সপ্রেস ট্রেনটি। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করেই ট্রেনের একটি বগিতে ধোঁয়ার কুণ্ডলীর সাথে আগুন জ্বলতে দেখে লোকজন। এরপর আমরা বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেই।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি বগিতে হঠাৎ ধোঁয়া দেখতে পান লোকজন। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে নিরাপদ দূরত্বে আশ্রয় নেন। পরে রেলওয়ের লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সিলেট রেলওয়ের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ শরিফুল ইসলাম নিউজ পোস্টকে বলেন, আজ রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসে আগুন দেখতে পেয়ে রেলওয়ে সংশ্লিষ্ট লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীদের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় স্টেশনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে যান। আগুনে ‘খ’ বগির প্রায় ২৩টি সিট পুড়ে যায়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি হয়ত দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান সিলেট রেলওয়ের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ শরিফুল ইসলাম।