সিলেট প্রতিবেদকঃ
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এসব ফ্লাইট অবতরণ করে।সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘আজ সকালের দিকে যেসব ফ্লাইট অবতরণ করে সেগুলো সবই ইউএস বাংলা এয়ারলাইন্সের।’
বিষয়টি নিশ্চিত করে ইউএস-বাংলার ওসমানী বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক বেলায়েত হোসেন লিমন সংবাদমাধ্যমকে বলেন, ‘ফ্লাইটগুলো চীন, দুবাই, দোহা, শারজা ও সিঙ্গাপুর থেকে আসে। এর মধ্যে সকাল সাতটা ৫৩ মিনিটে প্রথম একটি ফ্লাইট অবতরণ করে এবং শেষ ফ্লাইটটি অবতরণ করে আটটা ৪০ মিনিটে। তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ১০টা থেকে ফ্লাইটগুলো ঢাকায় যাওয়া শুরু করছে।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে পাঁচটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সোমবার রাত থেকে বিমানের এসব ফ্লাইট সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় যথারীতি ফ্লাইটগুলো চলে যায়।