ঘন কুয়াশার কারণে শাহজালালে পাঁচটি ফ্লাইট অবতরণ করতে পারেনি

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনগত মধ্যরাত থেকে বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা পর্যন্ত এ ফ্লাইটগুলো অবতরণ করতে পারেনি। এছাড়া একই সময়ে আরও ১৫-২০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট গন্তব্যে যেতে পারিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গতকাল মধ্যরাত থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পেরে পাঁচটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটগুলোর মধ্যে চারটি চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়। একটি ফ্লাইট যায় কলকাতা বিমানবন্দরে।

এদিকে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত অন্তত ১৫টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি।

থাইল্যান্ডগামী যাত্রী কবির হোসেন বলেন, আমার ফ্লাইট ছিল সকাল ৯টা ৪০ মিনিটে। কিন্তু কুয়াশার জন্য এরই মধ্যে দুই দফা পিছিয়ে ১১টায় ঠিক করা হয়েছে। এখন আরও পেছাবে কি না সেটি জানি না। অনেক বিমানই কুয়াশার জন্য নামতে পারছে না।