রাষ্ট্রপতি ইস্যুতে এখনও সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা বা না থাকার ব্যাপারে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের তরফে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, ‘এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কিছু হলে আপনারা জানবেন।
বুধবার সকালে বিএনপি’র সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

সকালে বিএনপির একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় যান, সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করেন তারা।
প্রতিনিধি দলে থাকা বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেছেন, নতুন করে কেউ দেশে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি করার চেষ্টা করলে সেটিকে এবার ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করা হবে।

এদিকে, রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার কোনো কথা হয়েছে কী-না সে প্রশ্ন এড়িয়ে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

তিনি বলেন, ‘এ ব্যাপারে বিএনপি নেতারাই সাংবাদিকদের জানানোর কথা।’

এর আগে সকাল ১১টার দিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবনে কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে।