ডেস্ক রিপোর্ট:
হ্যান্সি ফ্লিকের ছোঁয়ার হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার পথে বার্সেলোনা। আগের মতো বিধ্বংসী হয়ে উঠেছে ক্লাবটি। একের পর এক প্রতিপক্ষকে ধসিয়ে দিচ্ছে তারা। আজ তারা মৌসুমে প্রথম কোনো বড় দলের মুখোমুখি হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগে আজ বার্সার প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বাভারিয়ার ক্লাবটি আবার হ্যান্সি ফ্লিকের সাবেক। তাই বড় পরীক্ষার পাশাপাশি জার্মান এ কোচের জন্য আবেগের ম্যাচও। তবে বার্সার বিপক্ষে বায়ার্নের সাম্প্রতিক ইতিহাস ভীষণ খারাপ। দু’দলের সর্বশেষ ৬ লড়াইয়ে সব ক’টিতে হেরেছে বার্সা। এর মধ্যে চারটিতে কোনো গোল করতে পারেনি।
পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী বার্সা সর্বশেষ মর্যাদার এই ট্রফি উঁচিয়ে ধরেছিল ২০১৫ সালে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স ভালো না। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে খেলেছিল তারা ২০১৯ সালে। ২০২০ সালে এই বায়ার্নের কাছে ৮-২ গোলের লজ্জা পেয়েছিল তারা। তখন বায়ার্নের কোচ ছিলেন আবার ফ্লিক। তাই বলে অতীত নিয়ে ভয় পাচ্ছেন না ফ্লিক, ‘অতীত কোনো বিষয় নয়, বর্তমান হলো গুরুত্বপূর্ণ। অতীতে যা হয়ে গেছে, তা তো আমরা বদলাতে পারব না। তবে আগামীকাল কী হবে, সেটা আমরা নির্ধারণ করতে পারি। অবশ্যই আমরা বায়ার্নকে হারানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’
২০২০ সালে বায়ার্নকে অজেয় করে তুলেছিলেন ফ্লিক। তাঁর অধীনে বায়ার্ন ইতিহাসে দ্বিতীয়বারের মতো ট্রেবল জিতেছিল। কিন্তু জার্মানি জাতীয় দলের দায়িত্ব নিতে পরের বছরই বায়ার্ন ছেড়ে দেন ৫৯ বছর বয়সী এ কোচ। সেই বায়ার্নের বিপক্ষে খেলতে নামাটা ফ্লিকের জন্য একটু আবেগের বিষয়ই। বায়ার্নের সাবেক স্ট্রাইকার রবাট লেভানডস্কির জন্যও বিষয়টি একই রকম।
তবে এটাকে মোটেও আবেগ বা যুদ্ধ হিসেবে দেখছেন না ফ্লিক, ‘এটা কখনোই কোনো খেলোয়াড়ের জন্য লড়াই নয়, একটি দলের সঙ্গে আরেকটি দলের লড়াই। আর রবার্ট দারুণ ছন্দে আছে, নিয়মিত গোল করছে। আশা করছি, এ ম্যাচেও সে দারুণ কিছু করবে।’