সচিবালয়ে আতঙ্ক: বের হওয়ার অপেক্ষায় কর্মকর্তা-কর্মচারীরা

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বাতিল এবং পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে শতাধিক শিক্ষার্থী ঢুকে পড়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ এতে নিরাপত্তাহীনতায় অনেক কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ের আগেই সচিবালয় থেকে বের হওয়ার অপেক্ষা করছেন৷

বুধবার বিকেলে সরেজমিন দেখা যায়, ভয় ও আতঙ্কে অনেক নারী কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয় থেকে বের হওয়ার চেষ্টা করছেন৷ তবে সবগুলো গেইট বন্ধ থাকায় কেউ বের হতে পারছেন না৷ এতে কর্মকর্তা-কর্মচারীরা আরও আতঙ্কিত হয়ে পড়ছেন৷

নিলুফার ইয়াসমিন নামে এক নারী বলেন, কখন বের হতে পারব জানি না৷ হঠাৎ দেখি বাঁশির আওয়াজ৷ পরে দেখি এদিক-সেদিক ছুটছে সবাই৷ আমিও বের হতে চাচ্ছি৷ কিন্তু সবগুলো গেইট বন্ধ৷ এভাবে তো সচিবালয় চলতে পারে না৷ সচিবালয় কি দাবি আদায়ের কারখানা?
এর আগে এইচএসসি পরীক্ষার ফল পুনরায় প্রকাশ এবং ফল ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে প্রবেশ করেন শতাধিক শিক্ষার্থী৷ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন৷ এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে প্রবেশ করেন তারা৷

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷
একাধিক শিক্ষার্থীদের কথা হলে তারা জানান, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই৷ বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে কম৷ অথচ আমরা ভালো লিখেছি৷ আমরা চাই দ্রুত সময়ে এ ফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক৷