কুমিল্লা পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ভুঁইয়া ফিলিং স্টেশনের সামনে পিকআপ এবং কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালকসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১১ জুন) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সদর দক্ষিণ উপজেলার লালবাগ গ্রামের আলী আহমেদের ছেলে পিকআপভ্যান চালক মোর্শেদ আলম (৩০), একই গ্রামের আবদুর রহিমের ছেলে স্কুলছাত্র ফয়সাল (১৬), মোহন মিয়ার ছেলে শাহীন সৈকত (১৫) ও শাহ আলম ভেন্ডারের ছেলে সাকিব (১৬)।
জানা গেছে, ১৬ জন কিশোর একটি পিকআপ ভ্যানে করে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭) খেলা দেখতে উপজেলা পরিষদ মাঠে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী। তিনি জানান, দুইটি মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। বাকি দুই মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। হতাহতরা সবাই উপজেলার লালবাগ যুবপুরের বাসিন্দা।