বাগেরহাট প্রতিনিধি:
ঘূর্ণিঝড় ‘দানা’ এর প্রভাবে বাগেরহাটসহ উপকূলীয় এলাকায় বৃষ্টি, দমকা হাওয়া বইতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে মোংলা বন্দর ও তৎসংলগ্ন এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়ে বাগেরহাট জেলা প্রশাসন। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, জেলার মোংলা, মোরেলগঞ্জ, শরণখোলা ও রামপাল উপজেলা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় বাগেরহাটে মোট ৩৬৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলায় ৮০০ টন চাল, ১৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া শিশু খাদ্যের জন্য পাঁচ লাখ ও গো-খাদ্যের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।