পিবিআইপ্রধানকে আহ্বায়ক করে তদন্তে ৪ সদস্যের টাস্কফোর্স
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে চার সদস্যের টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানকে টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে। গতকাল বুধবার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক পরিপত্রে এ তথ্য জানিয়েছে।
টাস্কফোর্সে সদস্য হিসেবে থাকবেন– অতিরিক্ত ডিআইজি পদমর্যাদায় পুলিশ অধিদপ্তর ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রতিনিধি এবং পরিচালক মর্যাদার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) প্রতিনিধি। টাস্কফোর্সকে যথাযথ আইন ও বিধি অনুসরণ করে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কার্যক্রম শেষ করে আগামী ছয় মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন জমা দিতে হবে। পরিপত্রে বলা হয়, সাগর-রুনি হত্যা মামলার তদন্তে হাইকোর্ট বিভাগের ৩০ সেপ্টেম্বরের আদেশ অনুযায়ী এ টাস্কফোর্স গঠন করা হয়েছে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নির্মমভাবে খুন হন। এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে এ পর্যন্ত ১১৪ বার সময় বাড়িয়েছেন আদালত।