তিন বছরে প্রমত্তা পদ্মায় ডুবে প্রাণ হারালো ১৫ জন

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৩

রাজশাহী প্রতিনিধি:
গত তিন বছরে রাজশাহীর শ্রীরামপুরে প্রমত্তা পদ্মা নদীতে  গোসল করতে নেমে পানিতে ডুবে ১৫ জনের মর্মান্তিকঅ মৃত্যু হয়েছে। পৃথক পাঁচটি ঘটনায় এই মানুষগুলোর মৃত্যু হয়। এর মধ্যে নৌকাডুবিতে একই সঙ্গে ৮ জন এবং বাকিদের গোসলে নেমে মৃত্যু হয়েছে। এমন মৃত্যুর ঘটনার সাক্ষী হতে চান না পদ্মাপাড়ের শ্রীরামপুরের বাসিন্দারা। তাদের অভিযোগ প্রতিবছর এই শ্রীরামপুরের পদ্মা নদীতে ডুবে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটে। তাই স্থানীয়ভাবে স্থায়ী সমাধানের লক্ষ্যে শ্রীরামপুরে সতর্কীকরণ সাইনবোর্ড দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আজ সোমবার  (১২ জুন) সকালে পুলিশ-ফায়ার সার্ভিস ও এলাকাবাসীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

স্থানীয়রা নিউজ পোস্ট বিডিকে জানায়, সর্বশেষ গত শনিবার (১০ জুন) এই শ্রীরামপুরে পদ্মা নদীতে ডুবে দুই কলেজছাত্রের মৃত্যু হয়। তারা হলেন- রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র গোলাম সারোয়ার সাইম (১৭)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশের মেহেরচন্ডী এলাকার বাসিন্দা সাইদুর রহমানের ছেলে। অপরজন রিফাত খন্দকার (১৭)। তিনি নগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা খাজা মইনুদ্দিনের ছেলে। এই ঘটনার পরে নিহতদের পরিবারের পক্ষ থেকে দাবি উঠেছে এই এলাকার পদ্মা নদীর বাঁধের ধার সতর্কীকরণ সাইনবোর্ড দেওয়া হোক। এতে করে মানুষ সচেতন থাকবে।

পদ্মায় পানিতে ডুবে মারা যাওয়া রিফাতের মা ইশমত আরা বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন। কোনো মায়ের সন্তান যেন ওই নদীর ধারে (পদ্মা নদীর শ্রীরামপুর) না যায়। কেউ যেন নদীতে না নামে। ওখানে সাইনবোর্ড দেওয়া হোক, ব্যানার দেওয়া হোক। তাতে লেখেন এখানে (শ্রীরামপুরে) নদীতে নামলে জরিমানা। এই নদীতে কোনো মায়ের সন্তান যেন পানিতে ডুবে মারা না যায়। প্রধানমন্ত্রীর কাছে আমার এই একটাই আবেদন।

একই দাবি তুলেছেন শ্রীরামপুর এলাকার বাসিন্দা রব্বান আলী (৭০)। তিনি বলেন, ‘প্রতিবছরই এই পদ্মা নদীর শ্রীরামপুরে মানুষ নদীতে ডুবে মারা যায়। এ বছর মারা গেল দুজন। ‘শ্রীরামপুরের এই পদ্মা বিপজ্জনক’ এমন কথা লেখে সাইনবোর্ড দেওয়া দরকার। তাহলে শ্রীরামপুরের এই ঘাটে মানুষ নদীতে নামবে না। আর নামলেও তারা সতর্ক থাকবে।’

জানা গেছে, ২০২২ সালের ২৫ আগস্ট শ্রীরামপুরে পদ্মা নদীতে ডুবে নগরীর বিনোদপুর এলাকার বাসিন্দা এরফান আলীর মৃত্যু হয়। একই বছরের ২২ নভেম্বর শ্রীরামপুরে নৌকাডুবিতে দামকুড়ার সোনাইকান্দির