ইরানে হামলায় ইসরায়েলকে যে বিষয়ে সতর্ক করলেন বাইডেন

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন। তার ধারণা, এ ধরনের পদক্ষেপ এই অঞ্চলের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও তীব্র করে তুলতে পারে।

বাইডেন প্রশাসন ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছে এবং চলতি মাসে ইরান থেকে আসা আক্রমণের প্রতিক্রিয়া জানানোকে যৌক্তিক বলে মনে করছে। তবে বাইডেন ইসরায়েলকে সতর্ক করেছেন যে, ইরানের পারমাণবিক এবং তেল অবকাঠামোতে আক্রমণ সংঘটিত হলে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের পক্ষে থাকবে না।
গত ৪ অক্টোবর তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেন, “আমি যদি তাদের জায়গায় থাকতাম, তাহলে ইরানের তেলক্ষেত্রগুলোতে আক্রমণ করার পরিবর্তে অন্য বিকল্প নিয়ে চিন্তা করতাম।”

এই মাসে বাইডেন ইসরায়েলকে আক্রমণ পাল্টা আক্রমণে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।