বরিশালে মহসড়ক অবরোধ করে হাতপাখার কর্মীদের বিক্ষোভ

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩

বরিশাল প্রতিনিধি: ভোটে অনিয়ম ও প্রার্থীর ওপর হামলার অভিযোগ তুলে বরিশাল শহরে মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে হাতপাখার কর্মী-সমর্থকরা।

সোমবার (১২ জুন) বেলা সোয়া ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের অবোরধ করে তারা।

জানা গেছে, ২২ নম্বর ওয়ার্ডের ছাবেরা খাতুন বালিকা বিদ্যালয় কেন্দ্রে হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী ফয়জুল করিম এক-দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। এর প্রতিবাদে বিক্ষোভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

এক পর্যায়ে পার্শবর্তী কেন্দ্র থেকে প্রায় ৫ শতাধিক নেতকর্মী জোড় হয়ে ভোটে অনিয়ম ও প্রার্থীর ওপর হামলার অভিযোগ এনে ঢাকা-বরিশাল মহাসড়কের অবোরধ করে।

হাতপাখা প্রতীকের কর্মী-সমর্থকদের বিক্ষোভ। ছবি: ইত্তেফাক
প্রায় ঘণ্টাব্যপী এ অবরোধ চলাকালে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিক্ষোভকারীদের চারপাশ ঘিরে রাখে।

পরে দুপুর সোয়া ১ টার দিকে মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার ফজলুল করিম হ্যান্ড মাইক নিয়ে বহিরাগতদের সড়ে যেতে বললে হাতপাখার কর্মীরা বিভিন্ন সড়কে অবস্থান নেয়। বর্তমানে পরিবেশ অনেকটাই উত্তেজনাকর।