ক্রীড়া ডেস্ক:
স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামালকে নিয়ে আলোচনার শেষ নেই। ছোটবেলায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির স্পর্শ পেয়েছিলেন তিনি। ফুটবল মাঠে ইয়ামালের পরিচিতি বৃদ্ধি পাওয়ার সঙ্গে জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে এই দুই তারকার তুলনা। মেসি একদিকে ক্যারিয়ার সায়াহ্নে আর ইয়ামালের যাত্রা সেখানে শুরু। অনেকে মেসি পরবর্তী যুগে শূন্যস্থান পূরণ হিসেবে এই স্প্যানিশ তারকাকে দেখে থাকেন।
তবে সেই জায়গায় ইয়ামালকে দেখেন না ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো। স্প্যানিশ গণমাধ্যম মার্কায় এক সাক্ষাৎকারে রিভালদো বলেছেন, ‘১৭ বছরের বুড়ো শিশু হিসেবে ইয়ামাল চিত্তাকর্ষক। সে ইতোমধ্যে ভালো কিছু শুরু করেছে। আমি জানি না সে মেসি হতে পারবে কিনা, আর্জেন্টাইন তারকা মেসি ক্লাবে যা করেছে সেটি করাটা ইয়ামালের জন্য কঠিন। বিশ্বের সেরা হওয়ার জন্য ইয়ামালের সবকিছু রয়েছে এবং বার্সার হয়ে অনেকগুলো পুরস্কারও জিতেছে। আমি তাকে অনেক পছন্দ করি।’
রিভালদো ইয়ামালকে নিয়ে আরও বলেছেন, ‘এখন তার রক্ষণাবেক্ষণ খুব জরুরি। সে এখনো বাচ্চা। গণমাধ্যমে অনেক কথা বলে, নিজেকে গুরুত্বপূর্ণ ভাবে। তাকে আরও বুদ্ধিমান হতে হবে। তার অনেক ভক্ত রয়েছে যারা তাকে বিশ্বের সেরা মনে করে।’
এ দিকে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ইয়ামাল কোনো গোলের দেখা পাননি। বিষয়টি নিয়ে ১৮ লাখ অনুসারীর এক টিকটকার রম্যরস করেছেন। ঐ ব্যক্তির নাম জাভি ব্রিজ। তিনি রিয়াল মাদ্রিদের ভক্ত। ইয়ামালকে নিয়ে লিখেছেন, ‘কেউ কী তাকে বায়ার্নের বিপক্ষে দেখেছেন? এই ম্যাচে তিনি গোল করতে পারেননি, তিনি অদৃশ্য হয়ে গেছিলেন।’
বিষয়টিতে চোখ পড়েছে ইয়ামালের। দিয়েছেন জবাবও। তিন শব্দের জবাবে ইয়ামাল লিখেছেন, ‘বিশ্রামে থাকো, বাচ্চা।’ আজ ইয়ামালের বড় পরীক্ষা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাটিতে খেলবেন তিনি। বার্সার জার্সিতে নিজেকে রাঙাতে পারলে তারকাখ্যাতি আরও বাড়বে এই স্প্যানিশের।