ইরানে ইসরায়েলের হামলায় নিহত ৪, ক্ষতি ‘যৎসামান্য’

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলি অবকাঠামোতে ইরানের নজিরবিহীন হামলার প্রায় চার সপ্তাহ পর এবার পাল্টা আঘাত হানল তেল আবিব। তবে দীর্ঘদিন হম্বিতম্বি করলেও নামকাওয়াস্তে হামলা চালানোর ফলে ইরানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্রের চাপে ইরানে বড় ধরনের হামলা চালিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি নিতে চায়নি বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। ইরান বলেছে, তারা ইসরায়েলি আগ্রাসন ব্যর্থ করে দিয়েছে। হামলায় চার ইরানি সেনা মারা গেছেন। এ ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ইসরায়েলে আবারও পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান।

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার রাজধানী তেহরান, খুজিস্তান ও ইলাম প্রদেশের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলি হামলা ব্যর্থ হয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, তেহরান ও আশপাশের অধিবাসীরা বিস্ফোরণের যেসব শব্দ শুনতে পেয়েছেন সেগুলো ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হয়ে ওঠার শব্দ এবং তেহরানের কোনো লক্ষ্যবস্তুতে বড় ধরনের কোনো আঘাত হানার খবর সঠিক নয়।
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার জবাব দেওয়া সম্পন্ন করেছে তাদের সামরিক বাহিনী।

ইরানের ওয়াকিবহাল সূত্র দেশটির বার্তা সংস্থা তাসনিমকে বলেছে, ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে ইরান। ইরান নিজের ওপর যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে। নিঃসন্দেহে ইসরায়েল যে কোনো হামলার যথোপযুক্ত জবাব পাবে।
ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের রাজধানী তেহরান ও নিকটবর্তী কারাজ শহরের কয়েকটি সামরিক স্থাপনায় ‘প্রতিশোধমূলক হামলা’ চালিয়েছে। হামলায় ইসরায়েলি যুদ্ধবিমান, জ্বালানি সরবরাহকারী বিমান ও গোয়েন্দা বিমান অংশ নিয়েছে বলে দাবি করেছে তেল আবিব।

তবে তেহরান বলেছে, ইরানের আকাশসীমার বাইরে থেকে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

রাজধানী তেহরানের অধিবাসীরা স্থানীয় সময় শনিবার ভোর রাত ২টার দিকে নগরীর আশপাশে বিকট শব্দ শুনতে পেয়েছেন। ইরানের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এসব শব্দ ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার শব্দ এবং এ ব্যবস্থা সফলতার সঙ্গে কাজ করেছে।

ইরানের ওপর ইসরায়েলের আগ্রাসনের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বাঙ্কারে অবস্থান নিয়েছিলেন।

এদিকে ইরানের রাজধানী তেহরানসহ সারাদেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তবে ইরানের সব বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বাতিল করা হয়েছে। মার্কিন নিউজ চ্যানেল সিবিসি দেশটির নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে জানিয়েছে, ইরানের সামরিক স্থাপনায় হামলা হয়েছে। কোনো পারমাণবিক বা তেল স্থাপনায় হামলা হয়নি। হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেয়নি।

ইসরায়েলের হাতে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন, তেল আবিবের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যা এবং লেবানন ও ফিলিস্তিনের নিরপরাধ নারী, পুরুষ ও শিশুদের রক্তপাতের বদলা নিতে ইরান গত ১ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলায় ইসরায়েলি ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর ইরানের ওই হামলার জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছিল ইসরায়েল। শনিবার সকালে দৃশ্যত সে হুমকি বাস্তবায়ন করল।

ইরানের আকাশ প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, হামলায় কোনো কোনো এলাকায় ‘যৎসামান্য’ ক্ষতি হয়েছে। ইরান বলেছে, ইসরায়েল যে কোনো পদক্ষেপের জন্য আনুপাতিক প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।

হামলার নিন্দা
বিভিন্ন দেশ ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি সামরিক আগ্রাসন সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন। সৌদি আরব ওই আগ্রাসী হামলার নিন্দা জানায়। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইরানের ওপর হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি। পাকিস্তান, ওমানসহ আরও বেশ কয়েকটি দেশ ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে। অন্যদিকে, যুক্তরাজ্য সরকার ইরানকে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

যেসব লক্ষ্যবস্তুতে হামলা
ইরানের কোন কোন অবকাঠামোর ওপর ইসরায়েল হামলা চালিয়েছে সে তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। দুই ইরানি কর্মকর্তার বরাতে পত্রিকাটি বলেছে, তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতে হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) অন্তত তিনটি মিসাইল ঘাঁটিতেও হামলা করেছে।

অপরদিকে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে গোপন পার্চিন সামরিক ঘাঁটিতে; যা রাজধানী তেহরানের উপকণ্ঠে অবস্থিত। হামলায় ইসরায়েল যেসব ড্রোন ব্যবহার করেছে সেগুলোর মধ্যে অন্তত একটি ঘাঁটিতে আঘাত হেনেছে। বাকি ড্রোনগুলো ইরান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

আগেই ইরানকে জানায় ইসরায়েল
এদিকে এ হামলার কারণে যেন উত্তেজনা না বাড়ে সেজন্য ইরানকে আগে থেকেই ইসরায়েল হামলার পরিকল্পনা জানিয়ে দেয়। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, তৃতীয় পক্ষের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েল জানায় তারা কোথায় এবং কোন স্থাপনায় হামলা চালাবে।