স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রাখেন স্ত্রী

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার লালমাই এলাকায় আজহার উদ্দিন বাবলা নামে এক যুবককে হত্যার পর ঘরের ভেতর ঝুলিয়ে রাখেন তাঁর স্ত্রী জান্নাতুন নাঈম। প্রথমে বিষয়টি আত্মহত্যা বলে প্রচার করা হলেও পরে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন ওই নারী। শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত আজহার উদ্দিন বাবলা (২০) সুনামগঞ্জের দোয়ারা বাজার এলাকার চণ্ডিপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। তাঁর স্ত্রী জান্নাতুন নাঈম (১৯) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ডলুয়াপাড়া এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। বিয়ের পর উভয়ে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দতিয়াপুর এলাকার কামরুল হাসানের বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।
গত শুক্রবার গভীর রাতে দু’জনের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ঘরের দেয়ালের সঙ্গে মাথায় আঘাত লেগে আজহার আহত হন। এ সময় বাবলার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করেন নাঈম। পরে লাশ ঘরের সিলিংয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেন।
লালমাই থানার ওসি শাহ আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। কিন্তু নিহত বাবলার মাথায় আঘাতের চিহ্ন থাকায় সন্দেহ হয়। পরে তাঁর স্ত্রী জান্নাতুন নাঈমকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।