আগ্নেয়াস্ত্রসহ টিকটকে ভিডিও পোস্ট, যুবদল নেতা গ্রেপ্তার
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার আবুল কালাম কালা নামের যুবদল নেতার পদ স্থগিত করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহিম রিজভী ও সদস্য সচিব ইসমাইল চৌধুরী হিরন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা গেছে। আবুল কালাম কালা সদর উপজেলার মধ্যম চর মটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের কারণে ১৯নং মধ্যম চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালামকে (কালা) প্রাথমিক সদস্য পদ সহ দলীয় পদবি স্থগিত করা হলো।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম কালা তার কয়েকটি অবৈধ আগ্নেয়াস্ত্র অনুসারীদের কাছে রাখতে দিয়েছিলেন। পরে তার অনুসারীরা ওই আগ্নেয়াস্ত্র নিয়ে টিকটক করে অ্যাকাউন্টে ভিডিও পোস্ট দেয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয়দের নজরে আসে। এই সূত্র ধরে যুবদল নেতা আবুল কালাম কালা অনুসারী আবির, সাদ্দামসহ পাঁচজনকে যৌথবাহিনী আটক করে। পরবর্তী সময়ে তাদের কথা অনুসারে যুবদল নেতা আবুল কালাম কালাকে গ্রেপ্তার করা হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর ভোররাতে গোয়েন্দা সূত্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একজন অবৈধ অস্ত্রধারীর অবস্থান সম্পর্কে জানতে পেরে সেনাবাহিনীর দুইটি টহল দল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম কালা ও আগ্নেয়াস্ত্রসহ পাঁচজন সন্ত্রাসীকে আটক করা হয়। পরবর্তী সময়ে মালামালসহ তাদেরকে সুধারাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তারপর আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।
এদিকে নোয়াখালীর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহিম রিজভী ঢাকা পোস্টকে পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের কারণে পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম কালার প্রাথমিক সদস্য পদ সহ দলীয় পদবী স্থগিত করা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলীয় পদ-পদবিও সে ব্যবহার করতে পারবে না।