চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের কাঁচাবাজার অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৩টি মামলায় ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান।
লোহাগাড়া উপজেলার দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনী অফিসার মেজর মুহাম্মদ ইনামুল হাসান জানান, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে ও জনকল্যাণে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এসময় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত ছিলেন।