নেত্রকোণায় যৌথ বাহিনীর অভিযানে আড়াই টন ভারতীয় চিনি জব্দ

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আড়াই টন ভারতীয় চিনি জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য আড়াই লাখ টাকা।

৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোণা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর মো. জিসানুল হায়দার জানান, সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গোয়েন্দা সূত্রে জেলার পূর্বধলা উপজেলার জারিয়া বাজারে চোরাইপথে আনা ভারতীয় চিনি মজুতের সংবাদ পায় সেনাবাহিনী। এ সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ জরিয়া গ্রামের আব্দুল শহীদের গুদামে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গুদামঘরে প্রতি বস্তায় ৫০ কেজি ওজনের দুই হাজার ৫০০ কেজি চিনি মজুতরত অবস্থায় পাওয়া যায়। পরে গুদামের মালিক শহীদ মিয়া যৌথ বাহিনীর কাছে নিশ্চিত করেন ভারতীয় এসব চিনি পূর্বধলার নাটেরকোণা গ্রামের মৃত আফসর আলীর ছেলে মো. স্বপন মিয়া এনেছেন।

মেজর মো. জিসানুল হায়দার আরও জানান, জব্দৃকত চিনি সংশ্লিষ্ট থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) পূর্বধলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, সেনাবাহিনী কর্তৃক জব্দকৃত চিনি পূর্বধলা থানায় রয়েছে। এখনো মামলা দায়ের করা হয়নি। সেনাবাহিনী আপডেট জানানোর পরে নিয়মিত মামলা দায়ের করা হবে।