কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাঁকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবুল কাশেম ঢালী (৭০) নামের এ কয়েদি একটি চেক ডিজঅনার মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে দুই মাসের বেশি সময় ধরে জেলা কারাগারে বন্দি ছিলেন। তিনি সদর উপজেলার মহাকালী ইউনিয়নের কেওয়ার-নুরাইতলী এলাকার আব্দুস সামাদের ছেলে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেলার নুর মোহাম্মদ মৃধা এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবুল কাশেম ঢালী। এ সময় তাঁকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁর।

মুন্সীগঞ্জ জেল সুপার মো. বদরুদ্দোজা জানান, তাদের কারাগারে সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। কারাগারে মৃত্যু হলে নিয়ম অনুযায়ী সুরতহাল ও ময়নাতদন্ত করতে হয়। এ প্রক্রিয়া শেষে লাশ আজ বৃহস্পতিবার স্বজনের কাছে হস্তান্তর করা হবে।