চাঁপাইনবাবগঞ্জ থেকে আর চলবে না “কৃষিপণ্য স্পেশাল ট্রেন”

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন থেকে চালু হওয়া কৃষিপণ্য বহনকারী স্পেশাল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার দ্বিতীয় দফায় সবজি ট্রেনটি যাবার কথা থাকলেও ট্রেনটি আর চলবে না বলে জানিয়েছে রেল কতৃপক্ষ।

শুক্রবার রাতে বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করে বলেন, প্রতি শনিবার ট্রেনটি রহনপুর-ঢাকা রুটে চলাচল করার কথা ছিল। ট্রেনটি চালুর পর কৃষক বা কৃষিপণ্য ব্যবসায়ীদের তেমন সাড়া না পাওয়ায় যায়নি। তাই শুক্রবার রাতে রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ থেকে ট্রেনটি আর চলবে না বলে জানিয়ে দেওয়া হয়।
জানা গেছে, ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে কৃষিপণ্য স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ৩৪৬ কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকা যেতে ট্রেনের খরচ হয় ৮ লাখ ৯৬ হাজার ৪৩২ টাকা। প্রথম দিন রাজশাহী থেকে ট্রেনটিতে গেছে ডিমের ১৫০ কেজি ফাঁকা খাঁচি (ক্যারেট)। যা থেকে রেল কর্তৃপক্ষ ভাড়া আদায় করেছে ৩৬০ টাকা।