গিলের সেঞ্চুরি মিস, বিপর্যয় থেকে লিড ভারতের

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নেমেছে ভারত। স্পিনার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ে কিউইদের ২৩৫ রানে আটকে দিলেও পরে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ওই বিপর্যয় কাটিয়ে প্রথম ইনিংসে ২৬৩ রান করেছে স্বাগতিকরা। লিড নিয়েছে ২৮ রানের।

তবে দারুণ খেলা শুভমন গিল সেঞ্চুরি মিস করেছেন। ভারতের হয়ে জশস্বী জয়সোয়াল ৩০ রান করেন। রোহিত শর্মা ১৮ রান করে ফিরে যান। নাইট ওয়াচম্যান সিরাজ শূন্য করেন। বিরাট কোহলি ৪ করে রান আউট হলে ৮৪ রানে ৪ উইকেট হারায় ভারত।
সেখান থেকে তিনে নামা শুভমন গিল ও ছয়ে নামা ঋষভ পান্ত ৯৬ রানের জুটি গড়েন। ঋষভ ফিরে যান ৬০ রান করে। গিল লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে দলকে লিড এনে দেওয়ার লড়াই করছিলেন। নিজে ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু ৯০ রান করে আউট হন তিনি। পরে সুন্দর ৩৬ বলে ৩৮ রান করলে লিড পায় ভারত।

এর আগে নিউজিল্যান্ডের হয়ে উইল ইয়ং ৭১ ও ড্যারেল মিশেল ৮২ রানের ইনিংস খেলেন। জাদেজা পাঁচটি ও সুন্দর ৪ উইকেট নিয়ে ধসিয়ে দেন কিউইদের। আগের দুই টেস্টে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এজাজ প্যাটেল ভারতের প্রথম ইনিংস থেকে ৫ উইকেট নিয়েছেন।