ডেস্ক রিপোর্ট:
ভূমিকম্প অনুভূত হয়েছে আর্জেন্টিনার মেন্ডোজাতে। এর মাত্রা ছিল ৫.৬। রোববার (৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে দ্য ইউরোপীয়ান ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।
ইএএসসি আরও জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূমি থেকে ১২০ কিলোমিটার গভীরে।
তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। এত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর কেঁপে ওঠে।
প্রসঙ্গত, আর্জেন্টিনার উত্তর-মধ্য অংশে এবং অবিশ্বাস্য আন্দিজ পর্বতমালার কাছাকাছি অবস্থিত মেন্ডোজা শহর। এই অঞ্চলটি ওয়াইনের জন্য বিখ্যাত এবং এখানে এক হাজারেরও বেশি ওয়াইনারি রয়েছে।