নিষেধাজ্ঞা উঠতেই বাজারে ইলিশ, সাইজ ছোট, দামও বেশি

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪

বরিশাল প্রতিনিধি:

নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিনেই বরিশালের বাজারে আসতে শুরু করেছে ইলিশ। তবে ইলিশের সাইজ ছোট এবং দামও বেশি।সোমবার (০৪ নভেম্বর) দুপুরে বরিশাল পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্র, বাংলা বাজার ও রূপাতলী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ইলিশ বাজারে আসায় ক্রেতাদের মধ্যে আগ্রহ ও ভিড় দুটোই বেড়েছে। আর দাম আগের মতোই বেশি।

পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী মো. রুবেল বলেন, এখন যে মাছ এসেছে তা নিকটস্থ নদীর মাছ। কিছু পুরানো ফ্রিজজাত মাছও বিক্রি হচ্ছে। ক্রেতা যে হারে এসেছে সে তুলনায় সরবরাহ না হওয়ায় দাম কমেনি।আরেক বিক্রেতা হারুন বলেন, মাছ ধরার বোট এখনো সাগরে বা নদীতে যেতে পারেনি। পরিচিত অনেকে আজ সকালে রওয়ানা দিয়েছেন। এই মৌসুমের মাছ আসতে আরও ৪-৫ দিন লাগবে। যেগুলো মাছ বাজারে আছে সেগুলো কাছাকাছি নদীর এবং কিছু আছে আগের ধরা।

ভোলা থেকে মাছ নিয়ে আসা বিক্রেতা লোকমান হোসেন বলেন, অভিযানের মধ্যে কিছু মাছ ধরে বিভিন্ন স্থানে রাখা হয়েছিল। সেগুলো অভিযান শেষ হতেই বাজারে তুলেছে। আমিও কয়েকজন জেলের কাছ থেকে এমন মাছ সংগ্রহ করে এনেছি।বাংলাবাজারে মাছ কিনতে আসা সাবিনা ইয়াসমিন বলেন, অভিযানের শেষে ভেবেছিলাম মাছ বাড়বে। কিছু মাছ এসেছে তার দামও বেশি চাওয়া হচ্ছে। তবে বড় সাইজের কোনো মাছ এখনো বাজারে পাচ্ছি না।

রূপাতলী বাজারের ক্রেতা বেলাল বলেন, মাছের মধ্যে ছোট সাইজই বেশি। বড় সাইজের যে দু একটি পাওয়া যাচ্ছে তার চোখ লাল হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে অভিযানের মধ্যে ধরে কোথাও রেখা হয়েছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন বাজারে ছেড়েছে। নতুন মাছ না আসায় আজ অন্য মাছ কিনে নিয়ে যাচ্ছি। আরও কয়েকদিন পরে এসে ইলিশ কিনবো।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, বাজারে বিগত সময়ের মতো বড় ইলিশের সরবরাহ এখনো বাড়েনি। এখন ছোট সাইজের মাছ আসছে বেশি। এতে বোঝা যাচ্ছে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ প্রচুর ডিম ছেড়েছে।তিনি বলেন, প্রথম দিনে বাজারে ইলিশের আমদানি কম। মানে নদ-নদীতে অভিযানের তৎপরতার কারণে তেমনভাবে ইলিশ শিকার করতে পারেনি কেউ। তবে বড় বড় ফিশিং বোট সাগরে গিয়ে মাছ শিকার শেষে ফিরে আসার পর বাজার দর নিম্নমুখী হবে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ৪০০-৫০০ গ্রামের ইলিশ আজ ১২ থেকে ১৪ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে। জাটকা ৯ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কেজি সাইজের ইলিশ ৬৪ হাজার টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, রোববার (০৩ নভেম্বর) রাত ১২টায় শেষ হয় মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা অভিযান।