২০৩ রানে অলআউট পাকিস্তান

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

সবশেষ ভারতের মাটিতে বিশ্বকাপে কোনো ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিল পাকিস্তান। প্রায় একবছর বিরতি দিয়ে ওয়ানডে খেলতে নামাটা এখন পর্যন্ত সুখকর নয় পাকিস্তানের জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ২০৩ রানে অল আউট হয়েছে পাকিস্তান।

সোমবার মেলবোর্নে টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে সুবিধা করতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। ২৪ রানের ভেতরেই দুই ওপেনার সাইম আইয়ুব (১) ও আব্দুল্লাহ শফিকের (১২) উইকেট হারিয়ে বসে তারা। দুইজনই সাজঘরের পথ ধরেন মিচেল স্টার্কের বলে।
বাবর হাল ধরার চেষ্টা করলেও বেশিদূর যেতে পারেননি। ৪৪ বলে ৩৭ রান করে স্পিনার অ্যাডাম জাম্পার বলে বোল্ড হন তিনি। একমাত্র লড়াই করলেন রিজওয়ানই, ৪৪ বলে ৭১ রান করে লাবুশানের বলে সাজঘরে ফেরেন তিনি। এরপর পাকিস্তানকে দুইশ স্কোর এনে দেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে। স্টার্কের বলে বোল্ড হওয়ার আগে ১৯ বলে ২৪ রান করেন শাহিন। শেষ দিকে দারুণ শটে ১ চার ৪ ছক্কায় ৩৯ বলে ৪০ রান করেন নাসিম। প্যাট কামিন্সের বলে নাসিম শাহ স্টার্কের হাতে ক্যাচ হলে ৪৬.৪ ওভারে ২০৩ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।

১০ ওভার বল করে ৩৩ রান খরচায় ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। ২টি করে উইকেট শিকার করেন প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা।