গাংনী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় মামলা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর আদালতের একটি নারী নির্যাতন মামলার তদন্ত চলাকালে লাঞ্ছিত হয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে মোবারক। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে। এই ঘটনায় সোমবার রাতেই তিনি বাদী হয়ে গাংনী থানায় আট জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, শিক্ষা অফিসার হোসনে মোবারক বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
হোসনে মোবারক জানান, মেহেরপুর মোকাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পিটিশন মামলা নং ১০৮/২০২৪ তদন্তের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। সোমবার দুপুরে মামলাটির শুনানির জন্য বাদী বিবাদীকে হাজির হতে বলা হয়। মামলাটির তদন্ত চলাকালে শিক্ষা অফিসের বাইরে বাদী ও বিবাদী পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় তিনি উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান।
তিনি আরও জানান, এক পর্যায়ে কয়েকজন যুবক তার প্রতি রাগান্বিত হয়ে মোবাইল ফোনটি কেড়ে নেয় ও লাঞ্ছিত করে। এ সময় অফিস সহকারী তোফাজ্জেন হোসেনকেও লাঞ্ছিত করে যুবকরা। ঘটনাটি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেহেরপুর সেনাবাহিনীকে জানান। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করে। এর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোরবককে মারধরের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। পরে বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করি। পরবর্তীতে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কঠোর ভূমিকা রাখেন জেলা প্রশাসক স্যার।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করা হচ্ছে।