ডেস্ক রিপোর্ট:
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দৌড় এখনও শেষ হয়নি বলে নিজ সমর্থকদের সতর্ক করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তিনি বলেছেন, আমাদের অবশ্যই শক্তিশালী হয়ে নির্বাচনী কর্যক্রম শেষ করতে হবে। এই নির্বাচন ইতিহাসের নিকটতম ঘোড়দৌড় হতে পারে।
স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) মধ্যরাতে পেনসিলভানিয়ার বৃহত্তম শহর ফিলাডেলফিয়ায় তার শেষ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে কমলা বলেন, আমরা আশাবাদী এবং আমরা একসঙ্গে যা করতে পারি- তা নিয়ে আমরা উত্তেজিত। এছাড়াও তিনি তার সমর্থকদের অতিউৎসাহী না হওয়ার জন্য সতর্ক করেছেন।
জীবনযাত্রার খরচ কমিয়ে আনার প্রতিশ্রুতি ও তার রূপরেখা দিয়ে তিনি বলেছেন, আমরা দৈনন্দিন পণ্যের ওপর কর্পোরেট মূল্য বৃদ্ধি নিষিদ্ধ করব। আবাসন এবং শিশু যতœকে আরও সাশ্রয়ী করে তুলব। শ্রমিক ও মধ্যবিত্ত পরিবার এবং ছোট ব্যবসার জন্য কর কমিয়ে দেব। প্রবীণদের জন্য বাড়ির খরচসহ স্বাস্থ্যসেবার খরচ কমিয়ে দেব, কারণ স্বাস্থ্যসেবার ইস্যুতে আমি পুরোপুরি বিশ্বাস করি- স্বাস্থ্যসেবা একটি অধিকার হওয়া উচিত এবং শুধুমাত্র যারা এটি বহন করতে পারে তাদের জন্য বিশেষাধিকার নয়।
কমলা হ্যারিসের বক্তৃতা শেষে মঞ্চে পারফর্ম করেন মার্কিন গায়িকা লেডি গাগা, রিকি মার্টিন।