সেনা অভ্যুত্থানের পর প্রথম চীন সফরে মিয়ানমারের জান্তা প্রধান

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪

ডেস্ক রিপোর্ট:

২০২১ সালে ক্ষমতা দখলের পর মিয়ানমারের সামরিক সরকারের প্রধান প্রথম চীন সফর শুরু করেছেন। রাষ্ট্র পরিচালিত এমআরটিভি টেলিভিশনের খবরে বলা হয়েছে, সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে চীনে পৌঁছেছেন।
জান্তা প্রধানের এই সফরে মিয়ানমারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্র হিসেবে বিবেচিত চীনে বেশ কয়েকটি আঞ্চলিক বৈঠক অনুষ্ঠিত হবে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন মিন অং হ্লাইং। এর ফলে অং সান সু চির নির্বাচিত সরকার এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টি ক্ষমতাচ্যুত হয়।

তবে বিদ্রোহী যোদ্ধা ও সশস্ত্র জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলো সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। জান্তা সরকার সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, বিশেষ করে চীন সীমান্তের নিকটবর্তী এলাকাগুলোতে।
মিয়ানমার জন্তার প্রধান মিত্র ও অস্ত্র সরবরাহকারী চীন। তবে বিশ্লেষকরা বলছেন, বেইজিং তার সীমান্তবর্তী অঞ্চল নিয়ন্ত্রণকারী জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছে। বেইজিং তার কৌশলগত ও ব্যবসায়িক স্বার্থকে হুমকির মুখে ফেলে দেওয়ার মতো অস্থিতিশীলতার বিষয়ে সতর্ক রয়েছে।