সাদ মুসা গ্রুপের এমডি ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তারে পরোয়ানা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে ১০৫ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় সাদ মুসা গ্রুপের মালিক মোহাম্মদ মহসিন ও তাঁর স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীকে সাজা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। নগরের কুলগাঁও খাজা রোডের বাসিন্দা মহসিন সাদ মুসা গ্রুপের এমডি এবং শামীমা পরিচালক। তারা ব্যাংক থেকে ঋণ নিলেও কোনো সম্পদ জামানত হিসেবে রাখেননি।
আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম জানান, উত্তরা ব্যাংক থেকে ফেব্রিক্স লিমিটেডের নামে ঋণ নেন মহসিন ও শামীমা। কিন্তু ঋণ পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে দেওয়ানি আটকাদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত আদেশে উল্লেখ করেন, খেলাপি ঋণ আদায়ে উত্তরা ব্যাংকের নগরের লালদীঘী শাখা থেকে ২০২০ সালে একটি অর্থঋণ মামলা দায়ের করা হয়। সেই মামলায় ২০২২ সালের ১০ নভেম্বর আদালত ৭২ কোটি টাকা ডিক্রি জারি করেন। তাতে ১২ শতাংশ হার সুদে ডিক্রি পরিশোধ করতে বলা হয়। ৬০ দিনের মধ্যে ডিক্রির অর্থ পরিশোধের নির্দেশ দেন আদালত। তা পরিশোধ না করায় ২০২৩ সালের ৮ নভেম্বর ১০৫ কোটি ১৫ লাখ টাকা আদায়ে জারি মামলা দায়ের করে ব্যাংক। ঋণের বিপরীতে কোনো বন্ধকি সম্পত্তি না থাকায় নিলাম কার্যক্রম করা সম্ভব হয়নি।
গত ১০ মার্চ দুই ঋণখেলাপির বিরুদ্ধে দেওয়ানি আটকাদেশ দেওয়ার জন্য ব্যাংক আবেদন করে। এর পর ঋণখেলাপিদের ২৮ এপ্রিল ৩ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন আদালত। টাকা পরিশোধ না করে খেলাপিরা হাইকোর্টে রিট দায়ের করেন। হাইকোর্ট ৩ কোটি টাকা পরিশোধের আদেশ ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন এবং ওই সময়ের মধ্যে ৩ কোটি টাকা পরিশোধের জন্য তাদের নির্দেশ দেন। কিন্তু তারা টাকা পরিশোধ করেননি।