বাবাকে পিটিয়ে ‘হত্যা’ মেয়ের, আটক ৩

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় বাবাকে পিটিয়ে ‘হত্যার’ অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ভালুকার কাঁঠালী এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকায় পুলিশ তিন জনকে আটক করেছে।

নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৫৫)। আটকরা হলেন- নিহত শফিকুলের মেয়ে শরিফা, তার স্বামী সোহেল ও ছেলে রুদ্র।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ভালুকা পৌরসভার বাসিন্দা শফিকুল ইসলামের বাসা থেকে মেয়ে শরিফা (৩৫), তার স্বামী সোহেল (৪০) ও ছেলে রুদ্র (১৫) জোর করে একটি গরু নিয়ে যেতে চান। এ সময় শফিকুল তাদের বাধা দেন। এতে তার মেয়ে ক্ষিপ্ত হয়ে অজ্ঞাতপরিচয়ে আরও কয়েকজনকে নিয়ে বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে আশপাশের লোকজন শফিকুলকে উদ্ধার করে ভালুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার সময় তিনি মারা যান।

ভালুকা মডেল থানার ওসি সামছুল হুদা খান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে শরিফা, তার স্বামী সোহেল ও ছেলে রুদ্রকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।