ডেস্ক রিপোর্ট:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ডেমোক্র্যাটদের জন্য একটি বিশাল ধাক্কা হিসেবে হাজির হয়েছে। এমন ফল বিশ্বাস করে উঠতে পারছেন না দলটির সমর্থক ও নেতাকর্মীরা। কারণ সব পূর্বাভাসকে পাশ কাটিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। এ নিয়ে হ্যারিসের নির্বাচনী প্রচার দল এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
ট্রাম্পের তীব্র সমালোচক লেখক স্টিফেন কিং এক্স বার্তায় বলেছেন, আপনি দেখবেন অনেক দোকান সুন্দর কিন্তু ভঙ্গুর জিনিস বিক্রি করে। সেগুলো দেখতে সুন্দর এবং ব্যবহার করতে ভালো লাগে। কিন্তু এটি যদি একবার ভেঙে যায়, তবে তার জন্য মূল্য চোকাতে হবে। আপনি গণতন্ত্র সম্পর্কে একই কথা বলতে পারেন।
তিনি মূলত ইঙ্গিত করেছেন, গণতন্ত্র দেখতে সুন্দর এবং মানুষকে আকৃষ্ট করে। কারণ এটি সবার মতামত ও স্বাধীনতাকে সুরক্ষা দেয়। তবে গণতন্ত্র যদি ভুল বা অবহেলায় ক্ষতিগ্রস্ত হয় বা ধ্বংস হয়ে যায়, তাহলে তা পুনরুদ্ধার করা কঠিন এবং ব্যয়বহুল হতে পারে। গণতন্ত্রের সুফল উপভোগ করতে হলে তাকে সঠিকভাবে রক্ষা ও সম্মান করতে হয়, নইলে একবার ভেঙে গেলে সেটি আর আগের মতো সহজে ফিরিয়ে আনা সম্ভব হয় না।
কমলা হ্যারিসের রাজনৈতিক বিজ্ঞাপনে অভিনয় করা ওয়েন্ডেল পিয়ার্স ভাইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। কমলার প্রশংসা করে তিনি বলেন, তিনি যুক্তিবাদী, বিচক্ষণ, অনুপ্রেরণাদায়ক ও ইতিবাচক ছিলেন। কমলা হ্যারিস ১০৭ দিনের মধ্যে মার্কিন জনগণের সামনে নিজের যোগ্যতা তুলে ধরেছেন এবং তাঁর প্রতিদ্বন্দ্বীর অযোগ্যতা স্পষ্ট করেছেন। পিয়ার্স ভবিষ্যতে গণতন্ত্র রক্ষা ও যুক্তরাষ্ট্রকে আরও উন্নত করতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে পরিচালক অ্যাডাম ম্যাককেই বিভিন্ন কৌশলের সমালোচনা করে বলেন, জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে ভুল তথ্য প্রচার, নতুন প্রার্থীর জন্য খোলামেলা আলোচনা না করা, জনস্বাস্থ্যসেবা নিয়ে কথা না বলা এবং বিতর্কিত কিছু নীতিকে সমর্থন করা– এগুলো ভালো কৌশল ছিল না।
এদিকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস নির্বাচনের রাতে তাঁর সমর্থকদের উদ্দেশে কিছু বলবেন না। তাঁর প্রচার শিবিরের কো-চেয়ার সেড্রিক রিচমন্ড বলেন, বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা আজ রাতে (মঙ্গলবার রাত) তাঁর সমর্থকদের উদ্দেশে কোনো বক্তব্য দেবেন না। তবে তিনি আগামীকাল (স্থানীয় সময় বুধবার) বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।
রিচমন্ড আরও বলেন, ‘আমাদের এখনও ভোট গণনা বাকি আছে। আমাদের এখনও এমন অঙ্গরাজ্য রয়েছে, যেগুলোর ফলাফল এখনও আসেনি।’
অন্যদিকে নির্বাচনী রাতে নিজেকে জয়ী ঘোষণা করে ফ্লোরিডায় ভাষণ দিয়েছেন ট্রাম্প। তাঁর সামনে ছিল সমর্থকদের ভিড়। আর উল্টো চিত্র দেখা গেল ওয়াশিংটন ডিসিতে কমলা হ্যারিসের নাইট পার্টিস্থলে। ভাইস প্রেসিডেন্ট কমলার হাওয়ার্ড ইউনিভার্সিটিতে জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু যখন স্পষ্ট হলো যে তা হবে না, তখন সেখানে জমায়েত হওয়া লোকেরা বাড়ি ফিরে যান– ফলে খালি চেয়ার ও পরিত্যক্ত পতাকা পড়ে থাকতে দেখা যায়।