ডেস্ক রিপোর্ট:
সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৯২ রানের ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। শারজাতে অল্প পুঁজি নিয়েও বোলারদের দক্ষতায় বড় জয় পেয়েছে তারা। আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি বলছেন, বোলারদের ওপর আস্থা ছিল তার সেটারই প্রতিদান দিয়েছেন তারা।
বোলিংয়ে ৭১ রানেই আফগানদের ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলটি ইনিংস শেষ করেছে ২৩৫ রানে। যাকে জয়ের জন্য বেশ ভালো সংগ্রহ ভেবে নিয়েই বোলিংয়ে এসেছিল আফগানরা; এমনটাই জানিয়েছেন দলটির অধিনায়ক। সেই বিশ্বাস কাজেও দিয়েছে ভালোভাবে। তরুণ স্পিনার মোহাম্মদ ঘাজনফার একাই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং অর্ডার। ২৬ রানে এই স্পিনারের শিকার ৬ উইকেট।
তবে বাংলাদেশকে ২৩৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে জয় কি আশা করেছিলেন আফগান অধিনায়ক। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি বিশ্বাস করছিলাম। ৫ উইকেট পড়ার পরও নবি বেশ ইতিবাচক ছিলেন এবং খুব ভালো খেলেছেন। তার সঙ্গে উইকেটে যে আলোচনা হচ্ছিল, তাকে বলছিলাম যে, ২২০ রান করতে পারলেই যথেষ্ট হবে। সেখান থেকে ২৩৬ রানের লক্ষ্য দিতে পারা তো দারুণ ব্যাপার।’
৬ উইকেট নিয়ে বাংলাদেশকে হারানো ঘাজনফারের প্রশংসায় শাহিদি বলেন, ‘স্পিনাররা বেশ ভালো বোলিং করেছে। সে (গাজনাফার) একটা স্পেশাল ট্যালেন্ট।’