ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল যুবকের

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪

শেরপুর প্রতিনিধি:

নালিতাবাড়ীতে ধানক্ষেতে বক শিকার করতে গিয়ে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে আমির উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় মরিচপুরান ইউনিয়নের দক্ষিণ কোন্নগর গ্রামের একটি ধানক্ষেতে তাঁর লাশ পাওয়া যায়। মৃত আমির উদ্দিন পাশের উপজেলা নকলার গণপদ্দী ইউনিয়নের খারজান এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ইঁদুরের আক্রমণ থেকে আমন ধান রক্ষায় দক্ষিণ কোন্নগর গ্রামের কৃষক ফরহাদ আলী তাঁর ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। এদিকে গত রোববার বক শিকারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আমির উদ্দিন (৩৫)। এর পর তিনি আর বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে, ফাঁদ পেতে বক শিকারের জন্য আমির উদ্দিন ওই ক্ষেতে আলা (ফাঁদ) দিতে যান। এ সময় অসাবধানতাবশত সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মারা যান তিনি।
গত মঙ্গলবার সন্ধ্যায় কৃষক ফরহাদ আলীর আমন ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তাঁর পাশে পড়ে থাকা বক শিকারের সরঞ্জাম পাওয়া যায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা আমির উদ্দিনের পরিচয় শনাক্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাতে বক শিকারির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশটি শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।’